বাংলাদেশের শীর্ষস্থানীয় উচ্চতর গবেষণামূলক দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান “দারুল ফিকরি ওয়াল ইরশাদ, ঢাকা” এর মানহাজ অনুযায়ী আত্তাখাসসুস ফিল ফিক্বহি ওয়াল ইফতার ২ বছর মেয়াদী কোর্সে যথানিয়মে সীমিত কোটায় দুই পর্বে ছাত্র ভর্তি করা হবে। প্রখ্যাত হাদীস বিশারদ আল্লামা জিকরুল্লাহ্ খান সাহেব এবং দারুল ফিকরি ওয়াল ইরশাদের উস্তাদগণের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত, এই মারকাযে রয়েছে নিরব পরিবেশ, পর্যাপ্ত কিতাবের ব্যবস্থা, অভিজ্ঞ মুফতিয়ানে কেরামের দরসদান, আল্লামা জিকরুল্লাহ্ খান সাহেব এবং দারুল ফিকরি ওয়াল ইরশাদের উস্তাদগণ কর্তৃক মুহাযারা পেশ ও মাসিক/পাক্ষিক দরসদান, ফিকহের পাশাপাশি উলুমুল হাদীসের বুনিয়াদী ধারণা প্রদান, দ্বিতীয় বর্ষে আধুনিক মাসায়েল, ব্যাংকিং, বীমা, তাকাফুল, মাল্টিলেভেল মার্কেটিং, শেয়ার ব্যবসা, ইংরেজী ইত্যাদির প্রতি বিশেষ গুরুত্বদান, শিক্ষার্থীকে সুন্নতে নববী ও আকাবির আসলাফের আদর্শে আদর্শবান ও যোগ্য করে তোলার সার্বিক প্রয়াস।
উল্লেখ্য যে, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিশ্চিন্তে অধ্যয়ন ও গবেষণার সুবিধার্থে যাবতীয় শিক্ষা খরচ মারকাযের পক্ষ থেকে বহন করা হবে এবং তাদের থেকে কোন রকম ফি তলব করা হবে না ইনশাআল্লাহ॥
পরীক্ষার তারিখ
১ম পর্ব: ৬ ও ৭ই শাওয়াল
২য় পর্ব: ১১ ও ১২ই শাওয়াল
লিখিত পরীক্ষার বিষয়:
* আল-কোরআনুল কারীম (তরজমা ও সংক্ষিপ্ত তাফসীর)
* সহীহুল বুখারী
* আল-হিদায়া
* মৌখিক পরীক্ষার বিষয়: উম্মুক্ত
* লিখিত পরীক্ষা: প্রথম দিন সকাল ১০টা
* বাদ যোহর: নির্বাচিত প্রবন্ধ পরীক্ষা
* মৌখিক পরীক্ষা: দ্বিতীয় দিন সকাল
* ফলাফল: দ্বিতীয় দিন বিকাল
দরস প্রদান করবেন:
মুফতী মাহবুবুর রহমান সাহেব দা.বা.। নির্বাহী পরিচালক, তাখাস্সুস ফিল ফিকহ্ ওয়াল ইফতা এর মুশরিফ, “দারুল ফিকরি ওয়াল ইরশাদ, ঢাকা”।
কিতাব: আল আশবাহ ওয়ান নাযায়ের।
এবং
মুফতী হেমায়েতুল ইসলাম সাহেব দা.বা.। শিক্ষাসচিব, দারুল ফিকরি ওয়াল ইরশাদ ঢাকা।
কিতাব: দুররে মুখতার এর মুকাদ্দিমা।
Copyright © 2024 | Markajul Uloomid Diniyah Narsingdi